• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

হাবিপ্রবিতে তিন দিন ব্যাপী গবেষণা কর্মশালা শুরু 

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১  

আজ (রোববার) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী গবেষণা কর্মশালা। ১৯-২১ ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত হবে 'এনুয়াল রিসার্চ রিভিউ ওয়ার্কশপ-২০২১'। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক।

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) কর্তৃক আয়োজিত এই গবেষণা কর্মশালায় হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. সামসুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড বিধান চন্দ্র হালদার। 

উল্লেখ্য, কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –